• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোনালদো ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২৯
Cristiano Ronaldo
ছবি- সংগৃহীত

আরেকটি গোল দিলেই পর্তুগালের জার্সিতে শততম গোলের মালিক হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ রয়েছে জুভেন্টাস মহাতারকার ভক্তদের জন্য। পায়ের সংক্রমণের কারণে উয়েফা নেশন্স লিগের ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে সিআর সেভেনের।

পর্তুগাল দলের পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলন করতে পারেননি দলপতি রোনালদো। বুধবার জিম সেশনে অংশ নিয়েছেন ঠিকই। তবে ডান পায়ের গোড়ালিতে সংক্রমণ থাকায় মাঠে নামতে পারেননি। চিকিৎসকদের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন দলটির সবচেয়ে বড় তারকা।

ইএসপিএন ধারণা করছে, শনিবার লুকা মদ্রিচদের বিপক্ষে ঘরের মাঠ পর্তোর স্তাডিও ডো ড্রাগাওয়ে খেলবেন না রোনালদো।

২০১৯ সালে উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রোনালদোর দল। এবারের আসরের প্রথম ম্যাচে পতুর্গীজদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দাইয়ের গোল সংখ্যা ১০৯ টি। দ্বিতীয় স্থানেই রয়েছেন রোনালদো। পর্তুগালের অধিনায়কের মোট গোল সংখ্যা ৯৯। ফুটবলের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ১০০ গোল করার রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড। দ্রুত সেরে উঠলে ৩৫ বছর রোনালদো আগামী মঙ্গলবার সুইডেনের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ড ভাঙতে পারেন।

আরও পড়ুন: জার্মানির সঙ্গে নাটকীয়ভাবে ড্র করলো স্পেন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh