• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বুধবারই সব প্রশ্নের উত্তর মিলবে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৬:৪০
messi bartomeu barcelona
ছবি- সংগৃহীত

এক সপ্তাহ আগে লিওনেল মেসি জানিয়েছেন, বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন তিনি। তাই রোববার যোগ দেননি দলের সঙ্গে। করোনা টেস্টের পর সোমবার থেকে শুরু হতে যাওয়া ক্লাবের অনুশীলনে থাকছেন না তিনি।

গুঞ্জন আছে সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবারও জুটি গড়তে ম্যানচেস্টার সিটিতে যাবেন মেসি। নেইমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পিএসজিতেও দেখা যেতে পারে এই মহাতারকাকে। এমনকি রোনালদোর সঙ্গে এক দলে খেলার সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। মেসিকে ঘিরে এমন হাজারো গুঞ্জনের সমাধান হয়তো পাওয়া যাবে খুব দ্রুতই।

ফুটবলের চেয়ে ফুটবলার বড়। এমনটা যে আর হয়নি কখনো! দল ছাড়ার ঘোষণায় ওলট-পালট ক্লাব। হবে না-ই বা কেনো। নামটা যে লিওনেল মেসি। এক বার্সার জার্সিতে জিতেছেন সব। ব্যক্তিগত অর্জনেও সবার ওপরে ছয় ব্যালন ডি’অরের মালিক বার্সা অধিনায়ক।

২০ বছর পার করা প্রিয় ক্লাব ছাড়ছেন মেসি, এটা নিশ্চিত। তবে এই খবরের পর চলছে নানান জল্পনা। চ্যাম্পিয়নস লিগে হোঁচটের পর নতুন করে অনুশীলন শুরু করতে যাচ্ছে কাতালানরা। তবে সেই অনুশীলনে যোগ দেননি বার্সার প্রাণভোমরা।