logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১৫:৪৫
আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৮:৫৮

ক্যানসার আক্রান্ত বাবার পাশে নির্ঘুম রাত কেটেছে স্টোকসের

Ben Stokes, Zed Stokes, Cancer, Rtvnews
ছবি- সংগৃহীত
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে টেস্ট ম্যাচ চলাকালীন বেন স্টোকস খবর পান তার বাবা অসুস্থ। এরপর কিছুটা সময় মোটামুটি ভালো ছিলেন। দীর্ঘ সময় পর আবারও বাড়ে অসুস্থতা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্টোকস খেললেও পরের দুই ম্যাচে আর খেলা হয়নি তার। বাবার অসুস্থতার খবরে বায়ো প্রোটোকল ছেড়ে রওয়ানা করেন জন্মস্থান নিউজিল্যান্ডের উদ্দেশে।

এখানে এসেও বাবার কাছে যেতে পারেননি সরকারি নিয়মের কারণে। দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষ করে তবে দেখতে পেরেছেন বাবা জেড স্টোকসকে।

ততোক্ষণে মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে স্টোকসের বাবার। মস্তিষ্কে রক্তক্ষরণের পর অপারেশনও করানো হয়। তবে ভেঙে পড়েননি ৬৪ বছর বয়সী জেড স্টোকস।

জেড স্টোকস দীর্ঘ সময় ধরে রাগবি খেলেছেন নিউজিল্যান্ডে। মস্তিষ্কে ক্যানসারের কারণ হিসেবে রাগবি খেলাকেও কিছুটা দায় দিয়েছেন তিনি।

সম্প্রতি নিউজিল্যান্ড হেরাল্ডকে দেয়া সাক্ষাতকারে জেড স্টোকস বলেন, ‘রাগবিরও একটা প্রভাব থাকতে পারে। অনেক সময় তো বল লেগেছে মাথায়।’

বাবা জেড স্টোকস শক্ত থাকলেও ছেলে বেন স্টোকস নির্ঘুম রাত কাটিয়েছেন বাবার পাশে। নিউজিল্যান্ডের গণমাধ্যমকে স্টোকস জানান, ‘এক সপ্তাহ নির্ঘুম কেটেছে। আমি এমন কিছু শোনার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম না।’

এমআর/

RTVPLUS