• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চেন্নাই সুপার কিংসের ১০ জন করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ১৮:০৬
চেন্নাই সুপার কিংসের ১০ জন করোনা পজিটিভ
ছবি- সংগৃহীত

করোনা মহামারি থেকে বাঁচতে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম আসরের আয়োজন। তাতেও লাভ হয়নি, করোনা হানা দিয়েছে সেখানেও।

ক্রিকইনফোর সূত্রমতে চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই দশ জনের একজন আবার ভারতীয়। তবে নিশ্চিত করা হয়নি এই দশ জন কারা।

ক্রিকইনফো আরও জানিয়েছে আজ শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল ধোনিদের। কিন্তু এমন খবরের পর অনুশীলন বাতিল করা হয়েছে।

গত ২১ অগস্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছয় চেন্নাই সুপার কিংস। পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকে গোটা দল। কোয়ারেন্টিন শেষে আজ ২৮ অগস্ট থেকে অনুশীলন করার কথা ছিল। দলের এমন পরিস্থিতির পর আরও কয়েকদিন খেলোয়াড়দের চলে যেতে হচ্ছে আইসোলেশনে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী তিন বার করে করোনা পরীক্ষা হয়েছে সবার। প্রথম দুই ধাপে কেউ পজিটিভ না হলেও তৃতীয়বারের পরীক্ষায় মিলেছে করোনার অস্তিত্ব। যে কারণে চেন্নাইয়ের সকল কর্মী ও ক্রিকেটারদের চতুর্থবার করোনা পরীক্ষা করা হবে।

আইপিএলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘যতদূর জানি একজন ডানহাতি মিডিয়াম পেসার করোনা আক্রান্ত হয়েছেন এবং দলের বেশ কিছু সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন
মোস্তাফিজের ঝলকে শুভসূচনা চেন্নাইয়ের
X
Fresh