• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘মেসি চলে গেলে এতিম হয়ে যাবে বার্সেলোনা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২০, ১৮:১৫
Barcelona will be orphaned if Messi leaves
ছবি- সংগৃহীত

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ফুটবল দুনিয়া তোলপাড় তার এক ফ্যাক্স বার্তা নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিথের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারের পর থেকেই মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন ওঠে।

মেসি যদি শেষ পর্যন্ত বার্সা ছেড়েই দেয় তবে এতিম হয়ে পড়বে স্প্যানিশ ফুটবল ক্লাবটি। এমনটাই মানছেন আর্জেন্টিনার দুই ক্লাব হুরাকান ও রিভার প্লেটের সাবেক কোচ আনহেল কেপ্পা। তিনি মনে করছেন, বায়ার্নের কাছে লজ্জাজনক হারের পরই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মেসি।

৭৩ বছর বয়সী কেপ্পা সম্প্রতি সুপার দেপার্তিতো রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বার্সা কর্মকর্তাদের ভুলের কারণেই মেসি ক্লাব ছাড়ছেন।

‘আমি মনে করি বার্সেলোনার কর্তাব্যক্তিদের অনেকদিনের ভুলের কারণেই মেসির ক্লাব ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মেসি যদি বার্সেলোনা ছেড়েই যায় শেষ পর্যন্ত তাহলে ক্লাবটি এতিম হয়ে পড়বে। এমনকি তারা পরিচয়হীন হয়ে পড়বে, ধ্বংসস্তূপে পরিণত হবে।’

কেপ্পা আরও মনে করেন, ‘ক্লাবটির মধ্যে প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতার অভাব রয়েছে। যার মাশুল দিতে যাচ্ছে তারা।’

এরিমধ্যে গুঞ্জন উঠেছে, মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার বর্তমান দল ম্যানচেস্টার সিটিতে যাবেন। কেপ্পা এটিকে ভালো ভাবেই দেখছেন।

‘আমি মনে করি গার্দিওলার কাছে ফিরে গেলে নিজেকে আরও প্রমাণের সুযোগ পাবে। সে সেখানে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।’

আরও পড়ুন: নতুন অতিথি আসছে কোহলি-আনুশকার সংসারে

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh