• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘরোয়া ক্রিকেট শুরু হবে দুটি কন্ডিশন মেনে: পাপন

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২০, ১৯:৫৬
Domestic cricket will start in two conditions: Papun
ছবি- বিসিবি

মার্চে প্রথম রাউন্ডের খেলা শেষেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বন্ধ করে দিতে হয়েছে মহামারি করোনাভাইরাসের কারণে। এরপর আর আলোর মুখ দেখেনি স্থগিত হওয়া লিগটি। কবে নাগাদ আবারও মাঠে গড়াবে মৌসুমের বাকি ম্যাচগুলো তারও কোনো সুনির্দিষ্ঠতা নেই।

এমন অবস্থায় আর্থিকভাবে বিপাকে পড়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা, যাদের রুটি-রুজির একমাত্র পথ এই লিগ। এই ব্যাপারটিও ভাবতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

আজ জাতীয় শোক দিবসে বিসিবির কর্মসূচিতে যোগ দেন দেশের ক্রিকেটের প্রধান নাজমুল হাসান পাপন। এখানে তিনি জানান, ঘরোয়া ক্রিকেট নিয়ে এখনই কোনো ঝুঁকি নিতে চায়না বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতির উপর নির্ভর করছে লিগ শুরু হওয়া।

‘আমি এখন পর্যন্ত যা জানি, দুইটি কন্ডিশন হলে লিগ শুরু হতে পারে। প্রথমত, করোনা পরিস্থিতি যদি উন্নতি করে দ্বিতীয়ত, ভ্যাক্সিন যদি আসে। এই দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না।’

পাপন আরও বলেন, ‘এক দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর। ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনা! আমাদের কাছে লজিক্যাল কোনো ব্যাখ্যা নেই। তাছাড়া করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ্যাকসিন আসতে হবে। এজন্য আমরা অপেক্ষা করছি।’

সময় ঘনিয়ে আসছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসর সময় মতো অনুষ্ঠিত হবে কী না এনিয়ে পাপন জানান, বিদেশি ক্রিকেটারদের ঝুঁকির ব্যাপারটা মাথায় রাখার কথা।

‘আইপিএলের মতো খেলা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে বলছে তারপরও কিন্তু অনেক খেলোয়াড় আসতে পারছে না। কে কে আসতে পারবে সেই নিশ্চয়তা নেই। আজ আমি নেগেটিভ সেজন্য ২০-২৫ জন খেলোয়াড় নিয়ে খেলা শুরু করে দিলাম। কিন্তু, মাঠে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে খেলতে গিয়ে যদি পজিটিভ হয়? এই যে পজিটিভ হবে না সেই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। নিশ্চয়তা যেহেতু নেই তাই সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

এমআর/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
সোহানের ফিফটিতে দুর্দান্ত জয় শেখ জামালের
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
X
Fresh