• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা উঠে গেলেই খেলতে পারবে সাকিব: পাপন

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২০, ১৬:৫৮
Shakib will be able to play as soon as the ban is lifted: Papun
ফাইল ছবি

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান। গত বছরের অক্টোবরে এই নিষেধাজ্ঞা পাবার এক বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে ২৯ অক্টোবর। নিষেধাজ্ঞা শেষ হলেই কী সাকিব খেলতে পারবেন?

এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। বাংলাদেশ ক্রিকেটের মতো অধীর আগ্রহের কেন্দ্রবিন্দু এখন সাকিব আল হাসান। কেন না, অক্টোবরের ২৪ তারিখ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ।

টাইগারদের শ্রীলঙ্কা সফরে যোগ হবার কথা তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। যদিও এই সিরিজটি এখনও নিশ্চিত করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

লঙ্গার ভার্শনে এখনই সাকিবের ফেরার আশা না করলেও টি-টোয়েন্টিতে ফেরার আশা করাই যায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান জানিয়েছেন, যেদিন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে সেদিন থেকেই খেলতে পারবে সাকিব।

‘সাকিবের সঙ্গে কি কথা হলো সেটা বলবো না। তবে যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে খেলতে পারবে। তখন থেকেই সে অ্যাভেলএভল। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সে কবে ফিরবে।’

সাকিবের শ্রীলঙ্কা সফর দিয়েই প্রত্যাবর্তনের আশা করছেন বিসিবি প্রধান তবে এর জন্য আছে শর্ত।

‘ফেরার সঙ্গে তার ফিটনেস এবং প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় জয়েন করতে পারবে এবং খেলতে পারবে। যদি খেলতে চায়।’

পাপন আরও বলেন, ‘আমরা এখন থেকেই তাকে দেখব। আমাদের কোনো ফিজিও ওয়ান টু ওয়ান তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। ও আগে চলে গেলে আমরা সেখানে তার অ্যাসেস করত পারি। হঠাৎ করে গিয়েই তো খেলতে পারবে না।’

আরও পড়ুন:

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh