• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেসির সঙ্গে লেওয়ানডোস্কির তুলনা অগ্রহণযোগ্য: ভিদাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ১২:৫৩
bayern vs barcelona, Lewandowski messi
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে শুক্রবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

পর্তুগালের লিসবনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-টু।

চলতি মৌসুমটা মোটেও ভালো কাটেনি বার্সেলোনার। কোপা দেল রে থেকে ছিটকে গেছে আগেই। লা লিগার শেষ ভাগে এসে ছন্দ হারিয়ে রিয়ালের হাতে তুলে দিয়েছে শিরোপা। তাই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে মরিয়া কাতালানরা।

বার্সার দুর্বলতা কাজে লাগিয়ে কোয়ার্টারে জয় তুলে নিতে চায় দারুণ ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ।

বুন্দেসলিগা আর জার্মান কাপের শিরোপা জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বায়ার্ন। এবার শেষ আটে বার্সাকে হারিয়ে সেমিতে পা রাখতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।

সবধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে ৫৩ গোল তুলেছেন বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। দুর্দান্ত ফর্মে থাকা এই পোলিশ তারকার সঙ্গে অনেকেই তুলনা করছেন লিওনেল মেসির। তবে এতে দ্বিমত প্রকাশ করেছেন বার্সেলোনার চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালা।

মিউনিখের দলটির সাবেক এই তারকা যোগ দিয়েছিলেন প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে।

তিনি বলেন, ‘রবার্ট লেওয়ানডোস্কি অসধারণ। তিনি অনেক বিপজ্জনক। তার গোলকরার ক্ষমতা অনেক বেশি। আমি তার সঙ্গে তিন বছর ছিলাম। খুব ভালো করে জানি কীভাবে নিজেকে তিনি প্রস্তুত করেন। তাকে রুখতে পারাটাও বেশ কঠিন। তবে লিওর (মেসি) সঙ্গে তার তুলনা করাটা গ্রহণযোগ্য নয়। কারণ লিও অন্য গ্রহের। লুইস সুয়ারেজের মতো লেওয়ানডোস্কিও সেরা স্ট্রাইকার।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
X
Fresh