• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টেস্ট ছাড়ো, সরফরাজকে রমিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ১১:৪০
Test
ছবি- সংগৃহীত

চার বছর ধরে তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ আহমেদ। পাকিস্তানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি। অথচ সেই সরফরাজই এখন দলের বোঝা হয়ে উঠেছেন।

গত ২০১৯ বিশ্বকাপে বাজে পারফরম্যান্স আর দলকে সেমি-ফাইনালে উঠাতে ব্যর্থ হওয়ায় হারিয়েছেন নেতৃত্ব। এরপর আর আন্তর্জাতিক ম্যাচে খেলা হয়নি ৩৩ বছর বয়সী সরফরাজের।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে যুক্তরাজ্য সফর করছে পাকিস্তান দল। এখানেও প্রথম টেস্ট খেলার সুযোগ হয়নি তার, টেনেছেন পানি। এতে সমালোচনার ঝড়ও ওঠে।

এর মাঝে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা তার ইউটিউব চ্যানেলে সরফরাজকে পরামর্শ দিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে।

‘সরফরাজের উচিৎ ছিল টেস্ট অধিনায়কত্ব হারানোর পরই এই ফরম্যাট থেকে অবসর নেয়া। আমার মতে তার এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেয়া দরকার।’

রমিজ আরও বলেন, ‘সরফরাজের মতো একজন সফল অধিনায়কের এভাবে সাইড বেঞ্চে বসে থাকাটা দেখতে খারাপই লাগে। তাছাড়া এটা তার জন্যও অসম্মানের।’

২০১০ সালে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ গত দশ বছরে খেলেছেন মাত্র ৪৯টি টেস্ট। ৩৬.৩৯ গড়ে ৩টি শতক আর ১৮টি অর্ধশতকে করেছেন ২ হাজার ৬৫৭ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল মাতাতে আসছেন রমিজ রাজা
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh