• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া ১৮ ফুটবলার এখন পজেটিভ, দুশ্চিন্তায় বাফুফে

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২০, ০০:৪৮
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত পুরো বিশ্বই। তার থেকে বাদ নেই বাংলাদেশও। গত মার্চ মাস থেকে সব ধরনের খেলা বন্ধ রয়েছে। তবে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে গাজীপুরের সারা রিসোর্টে। আগামী অক্টোবর ও নভেম্বরে করোনায় স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু দেশের ফুটবলে করোনার থাবায় সব যেনো এলোমেলো হয়ে গেল।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে ৩০ জন ফুটবলারের মধ্যে ১৮ জনই ‘পজিটিভ’ হয়েছেন করোনা পরীক্ষায়! এদের কারও মধ্যে অবশ্য কোনও লক্ষণ কিংবা উপসর্গ নেই।

অথচ প্রত্যেকেই বাফুফের নির্দেশনা মেনে দেশের নাম করা বেসরকারি হাসপাতলগুলোতে করোনা পরীক্ষা করায়। যেখানে নেগেটিভ আসে বিশ্বনাথ বাদে সব ফুটবলারের।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। সোমবার নতুন করে দুটি জায়গায় পরীক্ষা হবে। আশা করছি সেই ফলের ওপর ভিত্তি করে নতুন করে ক্যাম্প শুরু করা যাবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh