• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খেলায় ফিরতে মরিয়া সাব্বির

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২০, ১৭:৪০
Butler saved his career by defeating Pakistan
অনুশীলনে যোগ দিয়েছেন সাব্বির রহমান। ছবি-বিসিবি

করোনার দীর্ঘ বিরতি শেষে অনুশীলনে ফিরেছেন সাব্বির রহমান। গত চারমাস ধরে ছিলেন রাজশাহীতে। ঢাকায় ফিরেই যোগ দিয়েছেন একক অনুশীলনে। আজ প্রথম দিনের মতো অনুশীলন করেছেন মিরপুরের হোম অব ক্রিকেটে।

নিয়ম অনুযায়ী রানিং, জিম সেশন শেষে খানিকক্ষণ ব্যাটিংও করেছে ইনডোরে। সবই করছেন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া নিয়ম মেনে মেনে।

‘প্রায় চার মাস পর এই হোম অফ ক্রিকেটে এসেছি। অনুভূতি প্রকাশ করতে পারব না, খুব ভালো লাগছে। অনেকদিন পর অনুশীলন শুরু করলাম মিরপুর স্টেডিয়ামে। ব্যাটিং করলাম, বিসিবি যেসব নির্দেশনা দিয়েছে তিন ফুট দূরত্ব বজায় রাখা ও অন্যান্য সুন্দর সুন্দর নিয়ম সেসব মেনে চলছি। খুব ভালো সুযোগ সুবিধা অনুশীলনের জন্য। সবাই টাইম মেন্টেইন করছে। খুব ভালো লাগছে।’

অনুশীলনে ফিরলেও সাব্বির মুখিয়ে আছেন ক্রিকেটে ফিরতে। দীর্ঘ সময় অবসরে থেকেও সাব্বির জানিয়েছেন খেলায় ফেরার জন্য জন্য তৈরি আছেন। তবে মাঠে ফেরার দ্রুত আশা দেখছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের খেলায় ফেরা দেখে।

‘ইংল্যান্ড-পাকিস্তান যখন খেলছে বা ওয়েস্ট ইন্ডিজ যখন খেলেছে তখন খুব ভালো লেগেছে। অন্তত খেলা তো শুরু হয়েছে। আমাদের দেশে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলব। মুখিয়ে আছি আমরা খেলার জন্য। এর জন্য আমরা অনুশীলন করছি। নিজেদের ফিট রাখার জন্য এবং ভালো কিছু করার জন্য। আশা করি খেলা শুরু হবে ভালো কিছু করবো।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh