• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুলের কাছে ‘যা দেখি নতুন লাগে’

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২০, ১৫:৩৩
To Muminul, 'What I see looks new'
ছবি- সংগৃহীত

‘পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে’ কিশোর কুমারের গাওয়া গানের মতোই বদলে গেছে পৃথিবী। দীর্ঘ পাঁচ মাসের বিরতি শেষে বাংলাদেশ টেস্ট অধিনায়কের কাছেও মনে হচ্ছে, যা দেখি নতুন লাগে।

করোনাভাইরাস বদলে দিয়েছে পৃথিবী। তার ছাপ পড়েছে সব ক্ষেত্রেই। বাদ যায়নি ক্রিকেটও। বেশ কিছু নতুন নিয়ম যোগ হয়েছে এরিমধ্যে। এসব নিয়ম মেনে এখনও মাঠের খেলায় না ফেরা হলেও মুমিনুল যোগ দিয়েছেন একক অনুশীলনে।

আজ শনিবার প্রিয় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ফিরে মুমিনুল জানালেন, সবকিছু যেন নতুন নতুন লাগছে।

‘অনেকদিন পর অবশ্যই ক্রিকেটে ফিরতে পেরে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার কাছে সব নতুন নতুন লাগছে, প্রথম থেকে। মানিয়ে নিতে একটু সময় লাগবে, হয়তো দুই-তিন দিন বা চার-পাঁচ দিন। আশা করি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো। জিনিসটা অনেকদিন ধরে বাইরে ছিলাম মিস করতেছিলাম। অবশ্যই ভালো লাগছে শুরু করতে পেরে।’

দীর্ঘ সময় ধরে বাসায় থাকা হয়েছে। এই সময়টায় ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করেছে তবে ব্যাটে-বলের সংযোগ তো ঘটেনি। অনুশীলন না না করতে পারলেও এর ভেতর পজিটিভ কিছু পেয়েছেন টাইগার অধিনায়ক।

‘লক-ডাউনের সময় ক্রিকেট নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করতে পেরেছি। যেহেতু কোনো কাজ ছিল না তাই কেউ ফিটনেস নিয়ে কেউ সাইকোলজিকালি আবার কেউ কোচদের সঙ্গে ট্যাকনিক্যাল বা ট্যাকটিক্যালি কাজ করেছে। তো আমার কাছে মনে হয় এসবে পজিটিভ কিছুই হবে।’

কথা চলছে আগামী অক্টোবরেই ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় ৩টি টেস্ট ম্যাচ খেলতে যাবে। এত দ্রুত মানিয়ে নেয়া যাবে কী না এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘চার-পাঁচ মাস বাইরে ছিলাম অবশ্যই মিস করেছি ক্রিকেট। আপনারা দেখছেন বিশ্বের অন্যান্য দেশগুলোতে ক্রিকেটে ফিরছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। দেখে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। দেখি, সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে। এ কারণে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিব ইন শা আল্লাহ। ভালো শুরু করতে পারবো আশা করি। আমার কাছে মনে হয় যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবো তার আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবো। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ মিলিয়ে খুব ভালো একটা প্রস্তুতি হবে আশা করি। ঐ প্রস্তুতি নিয়েই ইন শা আল্লাহ খুব ভালো একটা টেস্ট ম্যাচ শুরু করতে পারবো।’

আরও পড়ুন:

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
X
Fresh