• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফির বাবা, মা

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২০, ১০:০৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফির বাবা, মা
ছবি- সংগৃহীত

একের পর এক দুঃসংবাদ মাশরাফি বিন মোর্ত্তজার পরিবারে। প্রথমে মাশরাফি নিজেই আক্রান্ত হন করোনাভাইরাসে। এরপর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা ও স্ত্রী সুমনা হক সুমি।

দীর্ঘ ২১ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হন তিন জনই। এতেও শেষ নয়। এবার এই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে মাশরাফির মা হামিদা মোর্ত্তজা, বাবা গোলাম মোর্ত্তজা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী।

শুক্রবার রাতে করোনা আক্রান্ত হবার আরটিভি নিউজকে নিশ্চিত করেন মাশরাফির মা হামিদা মোর্ত্তজা।

তিনি জানান, শুক্রবার বিকেলে করোনা পজিটিভ হবার খবর পাই। আমরা সবাই একসঙ্গেই নমুনা দিয়েছিলাম। এখনও সবাই ভালো আছি, তেমন কোনো উপসর্গ নেই। আমরা সবাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি

ঈদুল আযহার আগে সুস্থ হয়ে নড়াইল যান মাশরাফি বিন মোর্ত্তজা। সেখানে বেশ কিছু কার্যক্রমে অংশ নেন তিনি। এরপর ৩ আগস্ট ফেরেন ঢাকায়।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh