• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অক্টোবরে ৩ টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২০, ১৬:৪৭
Bangladesh will go to Sri Lanka to play Test on October 3
ছবি- সংগৃহীত

এবছরের বাকি সময়ে আরও পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সবকটা সিরিজই স্থগিত হয়ে যায় করোনাভগাইরাসের মহামারী প্রকোপে। সঙ্গে এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় চলতি বছর আন্তর্জাতিক ম্যাচ না খেলেই কাটানোর কথা।

এই পাঁচটি সিরিজের ভেতর ছিল শ্রীলঙ্কা সফরও। তবে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও এই সফর নিয়ে আলোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড।

তারই ফলপ্রসূ, আগামী অক্টোবরের মাঝামাঝিতে লঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এখন শুধু দেশটির সরকারের সবুজ সংকেতের অপেক্ষা।

সূচি অনুযায়ী এই সফরে রয়েছে ৩টি টেস্ট ম্যাচ। বলা হচ্ছে তিন টেস্টের সঙ্গে যোগ হতে পারে ৩টি টি-টোয়েন্টি ম্যাচও।

এনিয়ে বিসিবির ক্রিকেট পরিচালক আকরাম খানের বরাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ভাইস প্রেসিডেন্ট মোহান ডি সিলভা ক্রিকইনফো-কে জানান, সেপ্টেম্বরের ২৪ তারিখে শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ দল।

আরেকটি সূত্র বলছে, সফরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে যদিও সেটি আইসিসির ভবিষ্যৎ সূচিতে ছিল না।

আকরাম খান জানান, ২৪ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল। অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রথম টেস্ট শুরু হবে। এছাড়া এসএলসি’র সঙ্গে আলাপ হয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। আশা করি এ ব্যপারে তারা সাড়া দেবে।

আরও পড়ুন: মুশফিক-রিয়াদদের একক অনুশীলন শুরু শবিরার থেকে

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh