• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্ত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১৭:৪১

বাংলাদেশ ক্রিকেটে করোনার থাবা শেষে এবার ফুটবলে হানা দিয়েছে। জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের আগে আগামী শুক্রবার ক্যাম্পে যোগ দেয়ার কথা খেলোয়াড়দের। তার আগে নিয় অনুযায়ী করোনা পরীক্ষার নির্দেশ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত কদিন ধরে শরীর কিছুটা খারাপ অনুভব করলে স্ত্রীসহ করোনা পরীক্ষার নমুনা দেন। এতে দুজনেরই করোনা পজিটিভ আসে বলে জানায় বাফুফে।

এনিয়ে বিশ্বনাথ ঘোষ জানান, গত ৩ আগস্ট করোনা পরীক্ষার নমুনা জমা দেই। গতকাল রাতে রেজাল্ট পজিটিভ আসে তবে বাসাতেই আছি। শরীর ভালো আছে, পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’

বাছাই পর্বের প্রাথমিক দলে ৩৬ জন থাকলেও তিন ধাপে অর্থাৎ ১২ জন করে অনুশীলন ক্যাম্পের প্রথম ধাপে ছিলেন বিশ্বনাথ ঘোষ।

বিশ্বনাথ আরও জানান, কোচ জেমি ডে’র সঙ্গে কথা হয়েছে। সে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh