• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সেরাদের তালিকায় নেই রোনালদোর নাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১০:৩৭
Juventus, Paulo Dybala, Cristiano Ronaldo
ছবি- সংগৃহীত

৩৩ ম্যাচে ৩১ গোল। রয়েছে ছয়টি অ্যাসিস্ট। তবু সিরি আ’র সেরা খেলোয়াড়দের তালিকায় আসতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ মহাতারকার জুভেন্টাসের সতীর্থ পাউলো দিবালা হয়েছেন ২০১৯/২০ মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)। সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ১১ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১১টি গোলও করিয়েছেন তিনি।

ইতালিয়ান লিগের সেরা ফরোয়ার্ড হয়েছেন সিরো ইমোবিলে। মৌসুমে ৩৬ গোল করে সেরা গোলদাতাও হয়েছেন ল্যাজিওর এই ইতালিয়ান তারকা।

সেরা গোলরক্ষক হয়েছেন ভয়েচেক সেজনি। জুভেন্টাস ও পোল্যান্ড জাতীয় দলের গোলপোস্ট সামলানের দায়িত্বে আছেন তিনি।

মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও পেতে পারত সাদাকালো শিবির। যদিও পারমাকে ধার দেয়া ২০ বছর সুইডিশ মিডফিল্ডার দেয়ান কুলুসেভস্কি জিতে নিয়েছেন এটি।

লিগের সেরা মিডফিল্ডার হয়েছেন তিন বছর আগে আর্জেন্টিনার হয়ে খেলা আলেকজান্দ্রো (পাপু) গোমেজ। আটালান্তার জার্সিতে ৭ গোল করার পাশাপাশি ১৬ গোল করিয়েছেন তিনি।

সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টার মিলানের হয়ে খেলা ডাচ তারকা স্টেফান দি ভ্রিজ।

চলতি মৌসুমে টানা নবমবারের মতো শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। ৩৮ ম্যাচে তুরিনের দলটির পয়েন্ট ৮৩। এক পয়েন্ট কম তুলে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে ইন্টার মিলান। তৃতীয় স্থানে থাকা আটালান্তার মোট পয়েন্ট ৭৮।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh