• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন হেরাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৭

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রঙ্গনা হেরাত। অবশেষে ঘোষণাও এলো তাই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলের নেতৃত্বে থাকছেন বাঁহাতি স্পিনার।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন লঙ্কান নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে হেরাতের নাম ঘোষণা করেছে লঙ্কান বোর্ড।

এর আগে গেলো বছর অক্টোবর-নভেম্বরে পায়ের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর বাতিল হয়ে যায় ম্যাথিউসের। সেসময় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন হেরাত। ওই সফরে সফলতাও পান ঘূর্ণির জাদুকর।

এছাড়া টাইগারদের বিপক্ষে এ সিরিজে বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারার অভিষেক হচ্ছে। লঙ্কান 'এ' দলের এ ক্রিকেটার চলতি সপ্তাহে ডাম্বুলায় ইংল্যান্ড লায়নের সঙ্গে ৪ দিনের ম্যাচে ১৩ উইকেট নিয়ে ম্যাচ জেতান। এর পরই নির্বাচকদের নজরে আসেন তিনি।

আসছে ৭ থেকে ১১ মার্চ গলে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে ১৫ থেকে ১৯ মার্চ কলম্বোয়।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh