• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শনিবার থেকে ফের অনুশীলন মুশফিকদের

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৩:০১
Bangladesh Cricket Board
ছবি- সংগৃহীত

দীর্ঘ চার মাসের অনাকাঙ্ক্ষিত ছুটি শেষে জুলাইয়ের শেষ সপ্তাহে একক অনুশীলন শুরু করে কয়েকজন ক্রিকেটার। দেশের চারটি ভেন্যুতে ১১ জন ক্রিকেটারের প্রথম ধাপের অনুশীলন শেষ হয়।

মাঝে ঈদুল আযহার জন্য ছুটি, সেই ছুটি শেষে আবারও শুরু হতে যাচ্ছে অনুশীলন। প্রথম ধাপের থেকে এবার আরও বাড়বে ক্রিকেটারদের সংখ্যা।

দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু হবে আগামী ৮ আগস্ট, শনিবার থেকে। এরজন্য বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অক্টোবরে জাতীয় দল ও হাই-পারফরম্যান্স দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করেই অনুশীলনে ফেরার চেষ্টায় বিসিবি।

এনিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘গেল মাসে (জুলাই) আমরা যেভাবে করেছিলাম ঠিক একই ভাবে একক অনুশীলন সেশন (৮ অগাস্ট) শুরু হতে যাচ্ছে। তবে এবার আমরা আরও বেশি ক্রিকেটার প্রত্যাশা করছি। প্রথম পর্বে যেমন ছিল, তেমনই হবে।’

দেবাশিষ চৌধুরী আরও বলেন, ‘ক্রিকেটারদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সাপোর্ট স্টাফও বাড়াতে হবে এবং সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থাগুলো আরও কঠোরভাবে অনুসরণ করতে হবে।’

একক অনুশীলন না করে যদি দলগত অনুশীলন শুরু করা হয় সেক্ষেত্রে বেশ কিছু প্রস্তুতির ব্যপার আছে বলে জানান ডাক্তার দেবাশিষ।

‘যদি আমরা দলীয় অনুশীলন সেশন শুরু করতে চাই, তাহলে আমাদের একেবারে আলাদা পরিকল্পনা ও সেট-আপ নিয়ে এগোতে হবে। আমাদের একটি বায়ো-বাবল তৈরি করতে হবে এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টসহ স্কোয়াডকে একটি হোটেলে আইসোলেশনে রাখতে হবে।’

এদিকে তামিম ইকবাল চিকিৎসার জন্য লন্ডন থেকে ফিরে রয়েছেন কোয়ারেন্টিনে। তা না হলে টাইগারদের ওয়ানডে অধিনায়কেরও যোগ দেয়ার কথা ছিল একক অনুশীলনে। ঈদের পর অনুশীলনে যোগ দেয়ার কথা জানিয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
৪৬ কিমি খালি পায়ে হেঁটে ঋষভের জন্য পূজা দিলেন উর্বশী!
X
Fresh