logo
  • ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭

‘স্বপ্নেই মেসিকে আটকানো সম্ভব’

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ০৩ আগস্ট ২০২০, ১১:২৪ | আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১১:৫৭
Napoli v Barcelona,Champions League
লকডাউনের আগে ইউরোপ সেরার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল
সিরি আ’য় নিজেদের শেষ ম্যাচে লাজিওর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে নাপোলি। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে দলটির প্রতিপক্ষ বার্সেলোনা। এই ম্যাচে নামার আগে নেপোলির কোচ জানিয়েছেন, বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে স্বপ্নেই রুখা সম্ভব।

লাজিওর বিপক্ষে ফাবিয়ান লুইজ, লরেঞ্জো ইনসিগনে ও মাতেও পলিটানো গোল করে জয় এনে দেন দলকে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন কোচ জেন্নারো গাট্টুসো। সেখানে ইতালি ও এসি মিলানের সাবেক এই মিডফিল্ডারের কাছে জানতে চাওয়া হয় ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসিকে নিয়ে তার পরিকল্পনা।

জবাবে তিনি বলেন, ‘আমি মেসিকে শুধু স্বপ্নেই আটকাতে পারবো।’

মজার ছলে জেন্নারো গাট্টুসো আরও বলেন, ‘অথবা আমার ছেলের প্লে স্টেশন গেমে নেপোলি বনাম বার্সেলোনার ম্যাচেও তা সম্ভব।’

গেল ফেব্রুয়ারিতে প্রথম লেগে ঘরের মাঠ সান পাউলো স্টেডিয়ামে কাতালানদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে নেপলসের দলটি। ইতালিয়ান লিগে নিজেদের শেষ ম্যাচে বড় জয় কি বার্সার বিপক্ষে কাজে দিবে?

‘লাজিও ও বার্সেলোনা দুই দলই আলাদা। কৌশল ও শারীরিক দক্ষতার মিশ্রণ লাজিও। বার্সেলোনা পুরোটাই মানসম্পন্ন ফুটবল খেলে থাকে।’ যোগ করেন গাট্টুসো।

নেপোলির কোচ বলেন, ‘আমাদের খেলতে হবে দল হিসেবে। আত্মবিশ্বাস নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমরা জানি এখানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা নিশ্চিন্তে নিজেদের সেরা খেলাটা খেলতে চাই।’

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়