স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
০২ আগস্ট ২০২০, ১০:১৫
আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:৩৯
আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:৩৯
আইরিশদের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

ছবি- সংগৃহীত
ইংল্যান্ডের পক্ষে তিন উইকেট নেন আদিল রশিদ। দুটি উইকেট তুলেন ডেভিড উইলি ও সাকিব মাহমুদ। একটি করে উইকেট শিকার করেন রিস টপলে জেমস ভিনস। জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টোর মারমুখী হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। বেয়ারস্টো ৪১ বলে করেন ৮২ রান। স্যাম বিলিংস ৪৬ ও ডেভিড উইলি করেন অপরাজিত ৪৭ রান। আইরিশদের হয়ে জস লিটল তিনটি উইকেট লাভ করেন। কার্টিস ক্যামফার দুটি ও ক্রেইগ ইয়ং একটি করে উইকেট তুলেন। আগামী ৪ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। ওয়াই