• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বন্যাকবলিতদের মুখে হাসি ফোটাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২০, ০৯:৩৮
The Shakib Al Hasan Foundation
ছবি- সংগৃহীত

করোনা মহামারীর মধ্যেই বন্যায় প্লাবিত দেশের ৩০টির বেশি জেলা। যমুনা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে জেলার লাখো মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। গৃহহীন হয়ে পড়েছে যমুনা তীরবর্তী কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজলার কয়েক হাজার পরিবার। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাকবলিত জেলাটিতে সহায়তা করেছেন।

নিজ ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’

ত্রাণ প্রদানের সময় সাকিবের ফাউন্ডেশনকে সহযোগিতা করায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র‍্যাব-১২)।’

বন্যাকবলিতদের জন্য সাহায্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাকিব।

‘আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।’

সাকিবের ফাউন্ডেশনের মাধ্যমেও অনুদান করা সম্ভব। অনুদানের জন্য ভিজিট করতে হবে www.sahfbd.com এই ওয়েবসাইটে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh