• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা 'নেগেটিভ' রৌফ যাচ্ছেন ইংল্যান্ড

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ১৫:০৭
test, amir, t-20
ফাইল ছবি

প্রথমে তিন ম্যাচের টেস্ট সিরিজ, এরপর রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। লম্বা সময়ের এই সফরের জন্য প্রথমে ২৪ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে সবাইকে দেয়া হয় করোনা পরীক্ষার শর্ত। প্রথমে নিজ নিজ শহরে, পরে লাহোরে এসে করোনা পরীক্ষা দিতে হবে। দুইবারেই যদি করোনা নেগেটিভ হয় তবেই উঠানো হবে ইংল্যান্ডের বিমানে।

ঘোষিত দলে ছিলেন ফাস্ট বোলার হারিস রৌফ। কিন্তু প্রথম দুইবারেই করোনা পজিটিভ আসে তার। এখানেই শেষ নয়, এরপর আরও তিনবারের পরীক্ষায়ও কোভিড পজিটিভ আসে হারিস রৌফের।
শেষ পর্যন্ত ষষ্ঠবারের পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে। এমন খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রৌফের আগে দলে যোগ দিয়েছেন আরেক পেসার মোহাম্মদ আমির। শুরুতে ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সফরে না যাবার কথা জানালেও পরে জানান, এই সফরে যেতে কোনো সমস্যা নেই তার।
রৌফ করোনা নেগেটিভ হলেও এখনই যাওয়া হচ্ছে না ইংল্যান্ডে। কেন না আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। রৌফ রয়েছেন টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনায়। তাই কিছুদিন পরই দলে যোগ দেবেন এই তরুণ পেসার।

আরও পড়ুন : আজ থেকে নো বল ডাকায় নতুন নিয়ম

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা
টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই দলের সঙ্গে মুশফিক-মিরাজরা
সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
X
Fresh