logo
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫০ জন, আক্রান্ত ১৯১৮ জন, সুস্থ হয়েছেন ১৯৫৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আজ থেকে নো বল ডাকায় নতুন নিয়ম

অনলাইন ডেস্ক
|  ৩০ জুলাই ২০২০, ১৪:৪৫ | আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৫:৫২
cricket, Australia,
ফাইল ছবি
সন্ধ্যায় শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানোডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়েই শুরু হবে ওয়ানডে সুপার লিগ। মূলত ২০২৩ বিশ্বকাপের বাচাই পর্ব বলা হচ্ছে এই লিগকে।
এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে 'নো বল' ডাকার নতুন নিয়ম। এখন থেকে মাঠে দায়িত্বরত আম্পায়ার ডাকতে পারবেন না নো বল। এছাড়াও স্লো ওভার রেটে কাটা হবে পয়েন্ট।

এনিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ক্রিকইনফোকে জানান, 'প্রতিটি বলের পর বোলারের সামনের পায়ের অবস্থান দেখবেন থার্ড আম্পায়ার। তিনিই নির্দেশ দেবেন কোনটা নো বল। এছাড়া বাকি নো বল ডাকার দায়িত্ব মাঠ আম্পায়ারদের কাছেই থাকছে।'

এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু হলেও ওই সিরিজেই বন্ধ হয়ে যায়। এরপর ২০১৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে চালু হয় নিয়ম। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায় নো বল ডাকার নতুন নিয়ম।

থার্ড আম্পায়ারের কাছে এই দায়িত্ব দেয়ার কারণ, বেশ কিছু ম্যাচেই নো বল ডাকতে ভুল করেছেন মাঠ আম্পায়াররা। ২০১৮ সালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে অন্তত ১২টি নো বল আম্পায়ারদের চোখ এড়িয়ে গেছে বলে দাবি করেছিলেন ব্রডকাস্টাররা। তবে এবার পাকাপাকি ভাবেই নিয়ম চালু হচ্ছে নো বল নিয়ে।

এমআর/এমকে 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৪০২০ ১৩৯২৫৩ ৩২৩৪
বিশ্ব ১৮২৫২২৭৫ ১১৪৫৫৭৮০ ৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়