• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রঙিন পোশাকে ক্রিকেট ফিরছে সন্ধ্যায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ১১:৩৫
england vs ireland
ছবি- সংগৃহীত

করোনা দাপটের পর মহামারিকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি মাসের শুরুর দিকে ফিরে টেস্ট ক্রিকেট। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে ওয়ানডে ক্রিকেটও। সাউদাম্পটনে আয়ারল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগ।

রোজবোল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

ওয়ানডে বিশ্বকাপের আগামী আসরে খেলতে হলে যেতে হবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত ছাড়া বাকি সব দেশকেই খেলতে হবে ওয়ানডে সুপার লিগ।

আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে অংশ নিচ্ছে নেদারল্যান্ডসও। লিগের প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই লিগের শীর্ষ ৭ দল ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাকি ৫ দল সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলবে। সেখান থেকে আরও দুটি দল নিয়ে বিশ্বকাপের জন্য ১০টি দল নিশ্চিত করা হবে। সরাসরি অংশ নেবে আয়োজক ভারত।

ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের মধ্য দিয়েই সুপার লিগ যুগে প্রবেশ করছে ওয়ানডে ক্রিকেট। সম্পূর্ণ ভিন্ন স্কোয়াড নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। সুযোগটা কাজে লাগাতে চায়, আইরিশরা।

আরও পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড
সরে দাঁড়াচ্ছেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
বাঁচা-মরার লড়াইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
X
Fresh