logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ইসলাম গ্রহণ করলেন তারকা ভারোত্তলক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ৩০ জুলাই ২০২০, ১০:৪৩ | আপডেট : ৩০ জুলাই ২০২০, ১১:০১
Rebecca Koha, Rebeka Koha
রেবেকা কোহা
ইসলাম ধর্মের প্রতি গভীরভাবে অনুরক্ত ইসলাম গ্রহণ করেছেন বিশ্বের অন্যতম সেরা নারী ভারোত্তলক রেবেকা কোহা। লাটভিয়ান এই অ্যাথলেট দুইবারের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ও দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

২০১৬ সামার অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন রেবেকা। ২০১৭ ও ২০১৮ টানা দুইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে ২২ বছর বয়সী এই তারকা নিজের হিজাব পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বন্ধু ও ভক্তদের বলছি, জীবনের একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক খুশি। সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি সঠিক পথেই হাঁটছি। একটা জিনিসই আমি চাচ্ছি, সেটা হচ্ছে মর্যাদা। এটা আমার জন্য বিশেষ দিন। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

এসময় তিনি পুরাতন ছবি বিশেষ করে চুল, গলা, হাত ও পা দেখা যায় এমন শেয়ার করতে সবার আছে অনুরোধ করেছেন তিনি।

লাটভিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের ডিসকাস থ্রোয়ার মোয়াজ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে পরিচয়ের পর ইসলামের প্রতি আকর্ষণ বাড়ে রেবেকার। শিগগরিই দুই অ্যাথলেটের মধ্যে বিয়ে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়