• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাস্তি কমানোতেও খুশি নন আকমল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১৬:২৪
Akmal is not happy about reducing the punishment
ছবি- সংগৃহীত

অধারাবাহিক ফর্ম আর আচরণগত সমস্যার কারণে খুব বেশি লম্বা করতে পারেননি ক্যারিয়ার। অথচ পাকিস্তান ক্রিকেটের সম্ভাবনাময় একজন ব্যাটসম্যান ছিলেন উমর আকমল।

এর ভেতর জড়িয়েছেন ফিক্সিং বিতর্কে। সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেটি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিএসএল কর্তৃপক্ষকে জানাননি উমর আকমল। যার কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ হন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে।

লম্বা সময়ের নিষেধাজ্ঞা পেয়ে আপিলও করেন শাস্তি কমানোর জন্য। তবে সেসময় কমানো হয়নি শাস্তির মেয়াদ। তবে এবার শাস্তির মেয়াদ কমেছে আকমলের।

দেশটির সুপ্রিম কোর্টে আকমলের বিচারের দায়িত্ব নিয়েছিলেন সাবেক বিচারপতি ফকির মোহাম্মদ খোখার। এনিয়ে আজ বুধবার শুনানি শেষে আদেশ দেয়া হয়, আকমলের শাস্তির মেয়াদ ৩ বছর থেকে দেড় বছর কমিয়ে দেয়া হয়।

শাস্তি কমানোর মধ্য দিয়ে আগামী বছরের আগস্টে ফিরতে পারবেন ক্রিকেটে। আদালতের এমন রায়ের পরও খুশি নন আকমল। পাকিস্তানি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, শাস্তি কমানোর জন্য আবারও আপিল করবেন দ্রুত। আকমলের দাবি, একইরকম অপরাধ করে অতীতে আরও কম শাস্তি পেতে হয়েছে। তবে আকমল ধন্যবাদ জানিয়েছেন আইনজীবীকে।

আরও পড়ুন: যে কারণে মাত্র একজন প্রোটিয়া ক্রিকেটার খেলবেন সিপিএলে

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত
নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৩০ জেলের জরিমানা
X
Fresh