• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে মাত্র একজন প্রোটিয়া ক্রিকেটার খেলবেন সিপিএলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১৪:১২
IMRAN TAHIR
ইমরান তাহির

ক‌্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দক্ষিণ আফ্রিকা থেকে মাত্র একজন ক্রিকেটার অংশগ্রহণ করছেন। তিনি হচ্ছেন ইমরান তাহির। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্টে প্রোটিয়াদের পাঁচ ক্রিকেটারের অংশগ্রহণ করার কথা ছিল। শেষ পর্যন্ত একজনই চূড়ান্ত হলেন।

১৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে ২০২০ সিপিএল। ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতের জন‌্য ১ আগস্ট ত্রিনিদাদে পৌঁছতে হবে ক্রিকেটারদের।

২০২০ সিপিএলে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেন, তাবরাইজ শামসি, অনরিচ নটজে ও কলিন ইনগ্রামের খেলার কথা ছিল। তারকা লেগ স্পিনার তাহির ছাড়া দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার ওই সময়ে ত্রিনিদাদে থাকতে পারবেন না।

মূলত ভিসা জটিলতা, সরকারি আদেশ এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে ত্রিনিদাদে পৌঁছানোর জন্য এবারের সিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন এই পাঁচ প্রোটিয়া ক্রিকেটার।

টি-টোয়েন্টির এই জমজমাট আসর চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৩৩টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল বসবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।

বায়ো সিকিওর বা জীবাণুমুক্ত পরিবেশ আয়োজন করা হবে সবগুলো ম্যাচ। স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না কোনও দর্শক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh