• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলে বিপাকে ভক্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২০, ১২:১৬
haris rauf, covid-19
ছবি- সংগৃহীত

পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফের সঙ্গে রাস্তায় দেখা। ভক্ত সেলফি তোলার অনুরোধে না করেননি এই তারকা ক্রিকেটার। এই সেলফির পর বড় সমস্যায় পড়তে হয়েছে ওই ভক্তকে। কারণ হারিস যে এখনও করোনাভাইরাসে আক্রান্ত সেটি জানতেন না ওই ভক্ত।

আতঙ্কিত হয়ে পাকিস্তানি ওই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলফি পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন।

গেল জুনে হারিস রউফের করোনা আক্রান্তের বিষয়টি সামনে আসে। মোট ছয়বার পরীক্ষা করে পাঁচবার তার শরীরে কোভিড-নাইনটিন সংক্রমণ পাওয়া যায়।

সব শেষ জুলাইয়ের ২২ তারিখ করোনা টেস্ট করিয়ে ছিলেন ২৬ বছর বয়সী এই বোলার। করোনা নেগেটিভ হলেও তখন তাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়। কারণ দ্বিতীয়বার পজেটিভ না হওয়া পর্যন্ত ক্রিকেটার হিসেবে করোনা নেগেটিভ সার্টিফিকেট তিনি পাবেন না। বার বার করোনায় আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ড সফরেও দল থেকেও বাদ পড়তে হয় তাকে।

যদিও হারিস নিয়ম ভেঙে ইসলামাবাদের রাস্তায় বের হন। ওই সময় রাস্তায় হঠাৎ দেখা ভক্তের আবদার মেটাতে সেলফিও তোলেন।

যতক্ষণে ওই ভক্ত জেনেছেন জাতীয় দলের এই গতি তারকা এখনও করোনা পজেটিভ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

মোহম্মদ শাহাব ঘাউরি নামের ওই ক্রিকেট ভক্ত, মেনে নিয়েছেন ভুল করেছেন তিনি।

হারিস রউফের সঙ্গে সেলফি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, হারিস রউফ রাস্তায় পেয়ে তার সঙ্গে সেলফি তুলি। পরে গুগল সার্চে দেখতে পারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সফর করতে পারেননি। তিনি এখনও করেনা পজেটিভ। এখন আমার কি হবে!!!

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিসিবির কাছে ক্ষমা চাইলেন হারিস রউফ
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh