• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮ বছর পর ফিরছে এসএলপিএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ২১:৫৬
SLPL is returning after 7 years
ছবি- সংগৃহীত

১৩তম আসর মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। বাংলাদেশেও নিয়মিত হচ্ছে বিপিএল, পাকিস্তানও পিছিয়ে নেই। টেস্ট খেলুড়ে দেশগুলোই শুধু নয়, কানাড়ার মতো দেশেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হচ্ছে নিয়মিত।

এদিক থেকে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। উপমহাদেশের দেশগুলো যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে ঝুঁকেছে দারুণভাবে, সেখানে গত আট বছর ধরে বন্ধ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)।

তবে নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ আগস্ট থেকে পাঁচ দল নিয়ে শুরু হতে যাচ্ছে আসর। এবারের আসরে অংশ নেয়ার জন্য ৭০ জন বিদেশী ক্রিকেটার ও ১০ জন বিদেশী কোচ।

পাঁচ দলের নামগুলো দেয়া হবে দেশটির পাঁচ শহরের নামে। মোট ২৩ ম্যাচের এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে।

খুব দ্রুত সময়ে দেশটিতে ক্রিকেট ফিরছে। ফেরার কারণও করোনা মহামারী দেশটিতে বড় ধাক্কা দিতে পারেনি। উঠে গেছে লক-ডাউনও তবে, লঙ্কান সরকার এখনও অনুমতি দেয়নি লিগ শুরুর।

লঙ্কান ক্রিকেট বোর্ড আশা করছে, খুব দ্রুতই অনুমতি মিলে যাবে। তবে বিদেশী খেলোয়াড়রা খেলতে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে কী না এনিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়া হয়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।

আরও পড়ুন: ব্রডের রাজত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh