• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় দলে ডাক পেলেন প্রবাসী ফুটবলার তারিক

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২০, ১৫:৫২
The resident footballer was called to the water team
তারিক কাজী

করোনা পরবর্তী ফুটবলে ফিরতে চলেছে বাংলাদেশ। আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান বাছাইয়ের চারটি ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ৩৬ সদস্যের মধ্যে রয়েছেন প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হান।

রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতির মাধ্যমে এই দল ঘোষণা করে।

প্রাথমিকভাবে ৩৬ ফুটবলার নিয়ে ক্যাম্প করবেন বাংলাদেশ কোচ জেমি ডে। ধাপে ধাপে সেরাদের নিয়ে দল আরও ছোট করা হবে।

ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। গেল বছরের নভেম্বরে দলটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেন এই ডিফেন্ডার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো কিংসদের হয়ে খেলতে নেমেছিলেন ১৯ বছর বয়সী তারিক।