• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্ত জাভি হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২০, ১৯:৩৮
Zavi Harnandes
জাভি হার্নান্দেজ

করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজের শরীরে। জাভি জানিয়েছেন, তার শরীরে করোনার কোনো লক্ষণ নেই তবে পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।

ইনস্টাগ্রাম পোস্টে জাভি লিখেছেন, কদিন আগে কাতার সকার লিগে অংশ গ্রহণকালে প্রটোকল অনুযায়ী আমার করোনা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে করোনার। যদিও আমি সুস্থ আছি। শরীরে কোনো উপসর্গ নেই। নিয়ম অনুযায়ী তাই আইসোলেশনে আছি। আশা করি দ্রুতই কাজে ফিরতে পারব।

জাভি বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্বে আছেন। শরীরের যেহেতু করোনার অস্তিত্ব পাওয়া গেছে তাই ডাগ আউটে থাকা হচ্ছে না তার।

করোনা পরীক্ষার জন্য জাভি ধন্যবাদ জানিয়েছেন লিগ কর্তৃপক্ষকে। কেন না, তার মাধ্যমে অনেকের শরীরের করোনা ছড়িয়ে পড়ার আগেই চিহ্নিত করা হয়েছে।

‘আমি লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই কারণ, তারা আমাকে সময় মতো করোনা পরীক্ষা করিয়েছে। যে কারণে দলের খেলোয়াড়রা নিশ্চিন্তে থাকতে পারছে।'

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh