logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

নেইমারের গোলে শিরোপা পিএসজির, বড় ইনজুরিতে এমবাপে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ২৫ জুলাই ২০২০, ০৯:১৯ | আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৯:৫৪
neymar, psg, mbappe
ছবি- সংগৃহীত
ফ্রেঞ্চ কাপের ফাইনালে সেইন্ট এঁতিয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা জয়ের রাতে বড় ধরনের ইনজুরিতে পড়তে হয়েছে দলটির বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে। 

শুক্রবার রাতে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

স্টাডি ডে ফ্রান্সে ম্যাচের ১৪তম মিনিটে এমবাপে শট নিলে সেইন্ট এঁতিয়ের গোলরক্ষক জেসি মৌলিন তা ফিরিয়ে দেন। যদিও বলটি নেইমারের পায়ে এলে গোল তুলে নেন তিনি।

ম্যাচের ২৭তম মিনিটে বিপজ্জনক এক ট্যাকেলে গুরুতর চোট পান ফ্রেঞ্চ তারকা এমবাপে। ঠিক ওই সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।

সেইন্ট এঁতিয়ের মৌলিন ও রোমেইন হামৌমা এবং পিএসজির মিচেল বাকার, মার্কো ভেরেত্তি ও লিনার্দো পারাদেসকে হলুদ কার্ড দেখতে হয়। লাল কার্ড দেখে বিদায় নেন এঁতিয়ের ডিফেন্ডার লোইক পেরিন।

এমবাপের গোড়ালির আঘাত এতটাই ছিল যে মাঠ থেকেই বিদায় নিতে হয়। তার বদলে মাঠে নামানো হয় পাবলো সারাবিয়া কে।

শেষ পর্যন্ত কোনও পক্ষ গোল না দেয়ায় রেকর্ড ১৩ বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা নিশ্চিত করে প্যারিসের দলটি।

আগামী ৩১ জুলাই ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে লিঁওর মুখোমুখি হবে নেইমাররা। ১২ আগস্ট চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ আতালান্তা। কোচ টমাস তুখেল জানিয়েছেন, দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপেকে মাঠে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

আরও পড়ুন: 

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়