• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদ পরবর্তী আগস্টে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার লাখ হবার ভয় (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১৪:৪৯
Eid, coronavirus, infected, fear
রাজধানীর কারওয়ান বাজার।

করোনা নিয়ন্ত্রণে ঈদে কঠোর ব্যবস্থা না নিলে মধ্য আগস্টে আক্রান্তের সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন গেল ঈদুল ফিতরের তুলনায় যেহেতু সংক্রমণের হার এখন অনেক বেশি তাই এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে সরকার প্রশাসনকে। এছাড়া পশুর হাটের বিকল্পও ভাবার পাশাপাশি করোনা চিকিৎসায় সময়ের সাথে বাড়ানোর কথা জানিয়েছেন চিকিৎসার পরিধিও।

ভরদুপুরে রাজধানীর কাওরান বাজারে জনসমাগম দেখে বোঝার উপায় নেই দেশে চলছে করোনার ভয়াবহ দুঃসময়। সামাজিক দূরত্ব তো পরের বিষয় নিজের মুখে মাস্ক আছে যে ক’জনার, সেটি খুঁজে বের করেই দুঃসাধ্য। দিন যতো গড়াচ্ছে এসব ব্যাপারেও উদাসীন হচ্ছে মানুষ। তাই তো আক্রান্ত কিংবা মৃত্যুর সংখ্যায় প্রতিদিন ছাড়াচ্ছে আগের রেকর্ড। এমনকি বিশ্ব-পরিসংখ্যান টেবিলেও বাংলাদেশ এখন টপ এইটটিনে।

এরই মধ্যে চিন্তার খবর হলো আসন্ন কোরবানির ঈদ। পরিসংখ্যানে দেখা যায়, গেল ঈদুল ফিতরের আগের ১৪ দিনে যেখানে সংক্রমিত হয়েছিলো ১৯৮৯৪ জন, সেখানে পরের ১৪ দিনে হয়েছিলো, ৩৬০৯০ জন অর্থাৎ তারও দ্বিগুণ! এছাড়া ঈদের আগের ১৪ দিনে ২৬২ জন মারা গেলেও পরের ১৪ দিনে সে সংখ্যাটি দাঁড়ায় ৪৭৪ জনে।

আর এখনকার পরিসংখ্যান তো আরও ভয়াবহ। একে ঈদ, দুইয়ে পশুর হাট, তাই করোনার ভয়াবহতা চরমে কোরবানি ঈদকে ঘিরে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শাফিউন শিমুল বলেন, ঈদে আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে এখন সংক্রমণের যে অবস্থা আছে তা দ্বিগুণ হওয়া অসম্ভব কিছু না।

এমন পরিস্থিতিতে পশু কুরবানির বিকল্প উপায় বের করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে গুরুত্বের সাথে ভাবার কথা বলেছেন বন্যা বাস্তবতা নিয়েও।

আইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক হোসেন বলেন, অনেকে কোরবানির প্রাণী বাড়িতে নিয়ে আসবেন। আর কোরবানির দিনে একজন মানুষ একাধিক বাড়িতে যাবেন। তাহলে কিন্তু আমাদের সংক্রমণটা আরও এক ধাপ বাড়ার শঙ্কা আছে। আমাদের দেশের আলেম ওলামা ও ইসলামী ফাউন্ডেশন মিলে সিদ্ধান্ত নিতে পারেন। এবার কোরবানি না দিয়ে সেই অর্থ দেশের দরিদ্র মানুষের দেয়া যায় কিনা, কর্তব্য পালন করা যায় কিনা তারা ভালো বলতে পারবেন।

আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা, আবারও যানজট, আবারও হলদে সবুজ আর লাল বাতির অপেক্ষা! জীবন চলবে, তবে জীবনকে পেছনে ফেলে নিশ্চয় নয়!
জিএ

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
যেসব জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা
X
Fresh