• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা ঝুঁকিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা (ভিডিও)

জুবায়ের সানি, আরটিভি

  ২৯ জুন ২০২০, ১৮:২০

কোভিড-19 আক্রান্তের চরম ঝুঁকতিে আছেন ঢাকার দুই সিটি করপোরেশনের পরচ্ছিন্নতাকর্মীরা। কোনো ধরনের সুরক্ষাসামগ্রী ছাড়াই, প্রতদিনই কাজ করতে হচ্ছে তাদের। তাই, ফলে মেডিকেল র্বজ্য, খালি হাতেই ধরতে হচ্ছ এই কর্মীদেরকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে তারা যেমন আক্রান্ত হতে পারেন, তেমনি তাদের মাধ্যমে আক্রান্ত হতে পারেন অন্যরাও।

মোহাম্মদ ইউসুফ, কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করছেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। প্রতিদিন এভাবে সুরক্ষাসামগ্রী ছাড়াই, বর্জ্য পরিষ্কার করতে হয়। কিন্তু, এটি যেন তার কাছে কোন বিষয়ই না।

আক্রান্তর সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতদিনিই বাড়ছে করোনা র্বজ্য। কিন্তু তাদরে স্বাস্থ্যঝুঁকি বিষয়টি যেন, কারো মাথায়ই নইে। প্রতিদিনই জীবনর ঝুঁকি নিয়ে আমাদের চারপাশ, বাসা-বাড়ির র্বজ্য পরষ্কিার করে চলছেন মানুষগুলো।

বিশেষেজ্ঞরা বলছেন, এভাবে সুরক্ষাসামগ্রী ছাড়া কাজ করাটা, সবার জন্যই বিপদজনক। তাদের সুরক্ষা দায়-দায়িত্ব যাদের, সেই দুই সিটি করপোরেশনের রয়েছে দায়সারা ভাব।

এখনই কার্যকর উদ্যোগ না নিলে এসব পরচ্ছিন্নতাকর্মী যেমন ঝুঁকিতে পড়বেন। তেমনি তাদের মাধ্যমে অনেকেই আক্রান্ত হতে পারনে করোনায়।

এসজে


মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh