• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনায় বিপর্যস্ত জনজীবনে নতুন আতঙ্ক 'ভুতুড়ে বিদ্যুৎবিল' (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি

  ২৭ জুন ২০২০, ১৩:৫৪

করোনায় বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে ভুতুড়ে বিদ্যুৎবিল। কম ব্যবহার করেও, গেলো মার্চ মাস থেকে গ্রাহকের বিল এসেছে কয়েক গুণ বেশি।

বিতরণ প্রতিষ্ঠানগুলোর অন্যায্য বিল তৈরির এমন কাণ্ডকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলছেন, গ্রাহকরা। তবে বিদ্যুৎ বিভাগের আশ্বাস, শিগগিরই বাড়তি বিল সমন্বয় করা হবে।

গেলো তিন মাসের বিদ্যুৎবিল হাতে পেয়ে চোখ ছানাবড়া, রাজধানীর তেওগাঁওয়ের এক ক্ষুদ্র ব্যবসায়ীর। করোনার কারণে দোকান বন্ধ রাখায় বিদ্যুৎ খরচ হয়েছে খুবই কম। অথচ, বিল এসেছে দ্বিগুণ।

বাড্ডা আবাসিক এলাকায় ওলট-পালট বিদ্যুৎ বিলে মাথায় হাত বাসিন্দাদের। বেশি ব্যবহার না করেও বিল গুণতে হচ্ছে কয়েক গুণ।

এ অবস্থায় অতিরিক্ত বিল সমন্বয় করে তা কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন- ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, শিগগিরই ভুতুড়ে বিল সমস্যার সমাধান হবে। ইচ্ছে করে কেউ বিলে গরমিল করলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রাহক পর্যায়ে যত টাকা বাড়ল বিদ্যুতের দাম
X
Fresh