• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় বাংলাদেশের দুই কোটি মানুষ দরিদ্র সীমার নিচে আসতে পারে (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি

  ৩০ এপ্রিল ২০২০, ১৩:৩৫
বিশ্বব্যাংক

বাংলাদশেরে মানুষের ক্রয় ক্ষমতার ২০ শতাংশে করোনা আঘাত করলে নতুন করে দুই কোটি মানুষ হতদরিদ্র ও দারিদ্র্যসীমার নিচে আসতে পারে। এমন শঙ্কা বিশ্বব্যাংকের।

সংস্থাটির গবেষণায় সায় দিচ্ছেন দেশের র্অথনীতবিদিরাও। তারা বলছনে, সরকার এখনই র্কাযকর পদক্ষপে না নিলে পরস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পার।

তবে পরকিল্পনামন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন, সবদিক বিবেচনায় এবার পুর্নবাসনমুখী বাজটে প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

বিশ্বব্যাংকের গবষেণা বলছে, করোনাভাইরাস সবচেয়ে বেশি ভোগাবে লাটিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর র্অথনীতিকে।

এর মধ্যে বাংলাদশেরে মানুষরে আয়-রোজগাররে ২০ শতাংশে যদি এই ভাইরাস আঘাত হানে তবে নতুন করে দরদ্রিসীমার নিচে চলে আসবে আরও প্রায় দুই কোটি মানুষ।

অর্থনীতিবিদ আবদুল মজিদ বলছেন, দেশের সার্বিক র্অথনীতির অচলায়তনের মধ্যে সরকারকে এগিয়ে আসতে হবে বৃহৎ ভাবনা নিয়ে। অর্থনীতিবিদ এমএম আকাশও বললেন একই কথা।

তবে পরকিল্পনামন্ত্রী বলছেন, দেশে খাদ্য সংকট নেই, আর নিম্নবিত্তকে তুলে আনতে আগামী বাজট হবে পুর্নবাসনমুখী। বিদ্যমান সামাজিক নিরাপত্তা বলয় আরো শক্তশিালী করা হচ্ছে বলেও জানান তিনি।


এসজে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশের উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণা : বিশ্বব্যাংকের এমডি
‘প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই নতুন তহবিল পাবে বাংলাদেশ’
নারী উদ্যোক্তা তৈরিতে বিশ্বব্যাংকের বিশেষ তহবিল চান প্রধানমন্ত্রী
X
Fresh