জুবায়ের সানি, আরটিভি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৭
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১
রাজধানীর খালগুলো কতটা নিরাপদ? (ভিডিও)

এলাকাবাসীর জানান, এসব দেখভালের দায়িত্বপ্রাপ্ত ওয়াসার সদস্যদের বাবার অভিযোগ জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি। এলাকাবাসীরা আরও জানান, বছরে একবার এসে তারা কিছু পরিষ্কার করে। এছাড়া সারা বছর তাদের কোনও খোঁজ খবর থাকে না। সম্প্রতি রাজধানীর খালে পড়ে আশামণি ছাড়াও আসাদুল নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এজন্য ওয়াসার চরম অব্যবস্থাপনাকে দায়ী করেন এই নগরবিদ। নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার পরও এবিষয়ে সমন্বিত কোনও কর্মধারা আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। প্রতিবছর এই কার্যক্রমের পেছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। একনেক থেকে পাস হচ্ছে, প্রকল্প হচ্ছে। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। অভিযোগের ব্যাপারে ওয়াসার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানের কেউ কথা বলতে রাজী হননি। এসএস