logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

মাসের পর মাস রাস্তায় ময়লা পানি, দেখার কেউ নেই (ভিডিও)

মাসের পর মাস সুয়ারেজের পানি রাস্তা উপচে পড়লেও দেখার কেউ নেই
শিশুদের স্কুলে ঢোকার পথেই ময়লার ভাগাড়। লাইন অকার্যকর হওয়ায় রাস্তা উপচে বয়ে যাচ্ছে সুয়ারেজের নোংরা পানি। আর সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানিতে রাস্তা সয়লাব। রাজধানীর বেশিরভাগ ওয়ার্ডের মতো দক্ষিণ সিটি করপোরেশেনে ৪৫ নম্বর ওয়ার্ডবাসীও বছরের পর বছর ভুগছেন এসব সমস্যায়। তাই নতুন হতে যাওয়া মেয়র ও কাউন্সিলরের কাছে এসবের সমাধান চাইলেন তারা। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনে ৪৫ নম্বর ওয়ার্ডের অধীন গেন্ডারিয়ার দীন নাথ সেন রোডে ‘সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়’। এর সীমানা দেয়াল ঘেঁষে ঢোকার মুখেই সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্ধারিত স্থান। যা শিক্ষার্থীসহ পথচারীদের প্রতিনিয়ত ফেলছে অস্বস্তিতে।  

ভাঙাচোরা রাস্তা ও ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। জানালেন পানি জমলে ঘর থেকে বের হওয়ারও উপায় থাকে না।  

মাসের পর মাস সুয়ারেজের পানি রাস্তা উপচে পড়লেও দেখার যেন কেউ নেই! নিয়মিত সিটি করপোরেশনের কর পরিশোধ করেও এলাকাবাসী যেন অভিভাবকহীন নগরের বাসিন্দা। নাগরিকসুবিধা থেকে বঞ্চিত তারা। 

তবে, আসছে নির্বাচনের পর নতুন জনপ্রতিনিধির মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী, এলাকাবাসী।

এসএস

RTVPLUS