• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

এতো উন্নয়ন-অগ্রযাত্রায়ও মানুষ কতটা স্বস্তিতে (ভিডিও)

আরটিভি রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০২০, ১৩:৫১

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের সাফল্য বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি মানব উন্নয়নের সূচকে অনেক দেশকে ছাপিয়ে গেছে বিশ্বের বুকে ‘ছোট্ট বাংলাদেশ’। কমেছে মাতৃ ও শিশুমৃত্যুর হার। বেড়েছে রেমিট্যান্স, গার্মেন্টস, সরকারি-বেসরকারি উদ্যোগ ও অর্থনীতির গতি।

প্রবৃদ্ধির দৌড়ে যেখানে হিমশিম খাচ্ছে কত কত দেশ সেখানে এই বাংলাদেশকেই দেখা হচ্ছে, ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে। কিন্তু প্রশ্ন হলো এতো উন্নয়ন-অগ্রযাত্রায়ও মানুষ স্বস্তিতে নেই কেন? বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন ও সুশাসন আলাদা কিছু না হলেও এখনো ফারাক আছে, বিষয় দুটির মধ্যে।

সঠিক, যোগ্য ও সৎ রাজনৈতিক নেতৃত্ব সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তার সঙ্গে প্রয়োজন রাষ্ট্র পরিচালনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংসদে তার জবাবদিহিতা নিশ্চিত করা।

সুশাসন প্রতিষ্ঠা করতে রাজনীতিকে কলুষমুক্ত করাটা সবচেয়ে জরুরি। সম্প্রতি, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সরকারের অভিযান কিছুটা হলেও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক দিক হতে পারে বলে মনে করছেন তারা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
আইএমএফের ১০ শর্তের ৯টিই পূরণ করেছে বাংলাদেশ : গভর্নর
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
X
Fresh