• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইটভাটার দূষণে ধুকছে গাজীপুর, ৮০ ভাগই অবৈধ

রাজীবুল হাসান, গাজীপুর

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:২৩
গাজীপুরে ৩৫০টি ইটভাটার মধ্যে অবৈধ ২৬৯টি
গাজীপুরে ৩৫০টি ইটভাটার মধ্যে অবৈধ ২৬৯টি

ইটভাটা মারাত্মক বায়ুদূষণের বড় উৎস। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ারভিজ্যুয়ালের তথ্যমতে, গেল মাসের প্রায় পুরো সময়েও ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হিসেবে পরিচিতি পেয়েছে।

এই পরিস্থিতিতে উচ্চ আদালত ঢাকা ও এর পাশের চারটি জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী- গাজীপুরে প্রায় ৭৭ ভাগ ইটভাটা অবৈধ। ৩৫০টি ইটভাটা রয়েছে, অবৈধ ২৬৯টি । সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৭০টি ভাটা থাকলেও একটিরও নেই বৈধ কোনও কাগজপত্র। এছাড়া শ্রীপুর উপজেলার ২২টি ভাটার মধ্যে মাত্র ৬টি বৈধ। বাকি ১৬টির নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আর লাইসেন্স হালনাগাদ আছে মাত্র দুইটির।

সম্প্রতি জেলার লতিফপুর বানার নদীর পার ঘুরে দেখা যায়, এলবিএম ব্রিকস, এসবিএম ব্রিকস, এবিএম, বরকুল গ্রামের শ্রাবণ ব্রিকস, তালতলি গ্রামের বিএবি ব্রিকস, ভিটিপাড়া জেএম ব্রিকস, শাহজাহান ব্রিকস, আনাস-সাব্বির ব্রিকস, এমএসবি ব্রিকসসহ বেশ কয়েকটি ইটভাটা নিয়ম না মেনেই ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে। যেগুলোর ৫০০ মিটারের মধ্যেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা।