• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এমপিও পেলো চা দোকানীর স্বপ্নের বিদ্যালয়টি (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ নভেম্বর ২০১৯, ১৪:৩৭

গল্পটা ১৯৯৭ সালের। মো.আব্দুল খালেক। পেশায় একজন চা দোকানী। আয় সামান্য হলেও তিনি স্বপ্ন দেখতেন গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। এর ধারাবাহিকতায় নিজের সামান্য আয় থেকে গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বিদ্যালয়।

এরপর ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রায় ২২ বছর পর সম্প্রতি এমপিওভুক্ত হয়েছে। বলছি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অবস্থিত নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের কথা।

জানা গেছে, ১৯৯৭ সালে নিজ গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পেশায় চা দোকানী মো.আব্দুল খালেক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নিজের সামান্য আয় থেকে প্রথমে বিদ্যালয়ের জন্য জমি কেনেন। পরে সেখানে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি। বর্তমানে এই স্কুলে ৪৫১ জন শিক্ষার্থী পড়াশুনা করছেন।

সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মো.আব্দুল খালেক। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে কুমিল্লার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল মজিদ বলেন,বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
অপবাদ দিয়ে স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতন
X
Fresh