• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা (ভিডিও)

শাহাবুদ্দিন শিহাব, আরটিভি

  ২৬ অক্টোবর ২০১৯, ১৩:৩৬

কর্তৃপক্ষের অবহেলায় রাজধানীর ৬৫ ও ৬৮ নম্বর ওয়ার্ডের খালি জায়গাগুলো পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এলাকাবাসী।

সমস্যা সমাধানে, নগর পরিকল্পনার সঙ্গে গণস্বাস্থ্যের বিষয়টি সম্পৃক্ত করার পরামর্শ দিলেন নগরবিদরা। আর সিটি করপোরেশেনের সহায়তায় শিগগির সমস্যা সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় কাউন্সিলর।

নারায়ণগঞ্জ জেলার গা ঘেঁষে, রাজধানীর পূর্বাঞ্চলের তুষারধারা, গিরিধারা, সাদ্দাম মার্কেট, মোমেনবাগ, মাতুয়াইল ও রায়েরবাগের কিছু অংশ নিয়ে, ৬৫ নম্বর ওয়ার্ড।

ইউনিয়ন পরিষদ থেকে বছর তিনেক আগে যেগুলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে।

তবে, বর্জ্য ব্যবস্থাপনা এখনো তেমনভাবে গড়ে না ওঠায় এলাকার জলাশয়, খালি জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে, ময়লার ভাগাড় হিসেবে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ থাকলেও এলাকার রাস্তাঘাটগুলো টেকসই ও প্রশস্ত হয়েছে বলে জানালেন স্থানীয়রা।

এদিকে, পরিচ্ছন্নতাসহ, জনস্বাস্থ্যের বিষয়টি নগর পরিকল্পনার সংগে যুক্ত করার কথা বললেন নগরবিদরা।

ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু জানালেন, যন্ত্রপাতি, গাড়ি, লোকবলসহ উপকরণের অভাবে বর্জ্য ব্যবস্থাপনাকে সুষ্ঠু করা যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের সহায়তায় সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদী তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh