logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

সবুজের বাগানে আছে চারশ প্রজাতির বনসাই

গাজীপুর প্রতিনিধি, আরটিভি
|  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪
কেএম সবুজের দৃষ্টিনন্দন বনসাই
ফাইল ছবি
বনসাই একটি শিল্পকর্ম। এতে বছরের পর বছর ছোট একটি পাত্রে রেখে গাছ পরিচর্যা করা হয়। পর্যায়ক্রমে দৃষ্টিনন্দন করে তোলা হয়। এই শিল্প নিয়ে দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করছেন গাজীপুরের কেএম সবুজ। বাণিজ্যিকভাবে এই বাগানের বনসাই রপ্তানি হচ্ছে বিদেশেও।

১৯৯৬ সালে শখের বসে চারটি তেঁতুলের চারা কিনে চাষ শুরু করেন গাজীপুর কোনাবাড়ির আমবাগের কেএম সবুজ। কয়েক বছরের মধ্যেই তার বাগান বাড়তে থাকে। বর্তমানে বাড়ির উঠান থেকে শুরু করে দুই বিঘা জমি ও দুইটি ভবনের ছাদে বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি। এই বাগানে চারশ প্রজাতির প্রায় বিশ হাজার বনসাই ও গাছের চারা রয়েছে। এরই মধ্যে মালয়েশিয়াতেও চারা রপ্তানি হচ্ছে। বর্তমানে কোটি টাকার গাছ রয়েছে তার বাগানে। স্থানীয় বেকার যুবকরা কাজ করছেন এই বাগানে।

পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় এই শিল্প প্রসারে কাজ করার আশা কেএম সবুজের। জানালেন বিভিন্ন সম্ভাবনার কথা।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মাহবুব আলম এ ধরণের শিল্পকে কৃষি বিভাগের সহযোগিতার কথা জানান।এই শিল্পের প্রসারে সহযোগীতার দাবি জানান সংশ্লিষ্টরা।

জিএ/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়