• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চায়নার বুকে বাংলার আঞ্চলিক ভাষা! (ভিডিও)

খান আলামিন, চীন থেকে ফিরে

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৯

সম্প্রতি চায়না-বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প-২০১৯ এ অংশ নিয়েছিলেন বাংলাদেশের দেড় শতাধিক শিক্ষার্থী। ১৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চীনের ইউনান প্রদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন তারা।

ইউনান প্রদেশের জাদুঘর, ইউনান বিশ্ববিদ্যালয়ের পুরাতন ও নতুন ক্যাম্পাস, প্রদেশের রাজধানী শহর কুনমিং, স্টোন ফরেস্ট, প্রাচীন শহর তালি, ইয়েরি লেক, লেকের মাঝে নানচাও দ্বীপ ইত্যাদি পরিদর্শন করে মুগ্ধ হন সবাই।

ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। দেশের প্রায় সব অঞ্চলের প্রতিনিধিত্ব ছিলো এই ইয়ুথ ক্যাম্পে।

শিক্ষার্থীরা চীনের দর্শনীয় স্থানগুলো দেখে যেমন মুগ্ধ হন, তেমনি চাইনিজদের সময়ানুবর্তিতা, আন্তরিকতা ও নিয়মানুবর্তিতাতেও মুগ্ধতা প্রকাশ করেন। তাদের অনেকেই সেই মুগ্ধতার কথা জানিয়েছেন নিজ জেলার ভাষায়। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের আঞ্চলিক ভাষায় অভিব্যক্তি প্রকাশ করেছেন চীনের সৌন্দর্য্যের। জানিয়েছেন চীনের মানুষের ভালোবাসার কথা।

খান/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh