logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

বিএসএমএমইউ-তে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ (ভিডিও)

আরটিভি রিপোর্ট
|  ০৯ আগস্ট ২০১৯, ০০:২১ | আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৭:০৯
বিএসএমএমইউ ডেঙ্গু আক্রান্ত রোগী,
সময় যাচ্ছে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছেই না। সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৩শ ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।

bestelectronics
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ)-তে প্রতিদিন গড়ে তিনশ জন জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পরীক্ষায় প্রায় একশ জনের বেশি ডেঙ্গু ধরা পড়ছে। অবশ্য ফ্রি চিকিৎসা হওয়ায় এখানে ভিড় একটু বেশি।

ডেঙ্গু আক্রান্ত সবাইকেই ভর্তি করাতে হয় না। আবার যাদের ভর্তির প্রয়োজন তাদের জন্য পর্যাপ্ত বেড নেই। তাই অনেককেই চলে যেতে হয় অন্য কোনও হাসপাতালে। এভাবেই চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা।

বিএসএমএমইউতে এখন ভর্তি আছেন ১৭৪ জন। গেল বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভর্তি হয়েছেন ৬৫ জন। কেউ দুদিন আগে ভর্তি হয়েছেন কেউবা সপ্তাহখানেক আগে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন। তবে বেসরকারি হিসেবে একশ’র ঘর ছাড়িয়ে গেছে।

 

 

জিএ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়