• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্রোতের গতি বাড়লে বিকল হয়ে যায় ফেরির ইঞ্জিন

আরটিভি রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ১৪:১৩
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট ফেরি চলাচল

তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক।

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তেও একই অবস্থা। ফলে ভোগান্তি নিয়েই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। এতে ক্ষতির মুখে পড়ছেন যাত্রী, চালক ও পরিবহন মালিকরা।

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ২১ জেলার ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই নৌরুটের চলাচলকারী ফেরিগুলোতে এখনো আসেনি আধুনিকতার ছোঁয়া। পুরনো ১৪ থেকে ১৮টি ফেরি পারাপার করা হয় যাত্রী ও যানবাহন। এতে পদ্মার তীব্র স্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় ফেরি চালকদের।

গেল মঙ্গলবার সন্ধ্যার পর নদীতে স্রোত বেড়ে গেলে বিকল হয়ে যায় কয়েকটি ফেরি। পরে ২ থেকে ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করায় সৃষ্টি হয় যানজট।

ঘাট কর্তৃপক্ষ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। পরামর্শ দিলেন অন্য রুট ব্যবহারের।

একই অবস্থা রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের। ফেরি সংকট, তীব্র স্রোত ও ডুবোচরের কারণে ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি বিকল।

ঈদুল আজহার আগে যাত্রীদের এই ভোগান্তি কমাতে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জিএ/সি

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
গাজীপুরে ঘরমুখো যাত্রীদের ঢল, তীব্র যানজট 
যাত্রাবাড়ীতে দীর্ঘ যানজট, চরম ভোগান্তি
X
Fresh