• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে যার মতো হচ্ছে রাস্তা পার

মিথুন চৌধুরী, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০১৯, ১৮:০৭
ফুটওভারব্রিজ থাকার পরও চলন্ত গাড়ির মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন সাধারণ মানুষ; ছবিটি শুক্রবার বাংলামোটর থেকে তোলা।

রাজধানীতে চলছে ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ। এই ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহর মধ্যেও কেউ মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। কেউ বা আনমনে। আবার কেউ কেউ মাথায় বোঝা নিয়ে পার হচ্ছে। পাশেই জেব্রা ক্রসিং কিংবা ফুটওভারব্রিজ। কিন্তু সেখান দিয়ে পার না হয়ে যে যার মতো রাস্তা পারাপার হচ্ছে। এর মাঝেই ধেয়ে আসছে গাড়ি। হাত বাড়িয়ে তা থামানোর চেষ্টা। যানবাহনগুলো হঠাৎ ব্রেক কষে দিচ্ছে। এই বুঝি গায়ে সজোরে ধাক্কা লাগলো।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর মোড়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, শুধু মানুষ যত্রতত্র পারাপারই নয়, যেখানে-সেখানে থামছে বাসগুলো। ইচ্ছেমতো সড়কের ওপরই যাত্রী তোলা হচ্ছে। মানুষও দৌড়ে ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা করছে। এসব ঘটছে ট্র্যাফিক পুলিশের সামনেই।

ট্র্যাফিক পুলিশও নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে জানান, আপনি যা দেখছেন তা সকাল থেকে রাত অবধি প্রতিনিয়ত চলছে। মানুষ সচেতন না হলে শুধু আইন দিয়ে সড়কে শৃঙ্খলা ফিরবে না।