• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পথশিশুদের ‘এক টাকায় আহার’ যোগায় বিদ্যানন্দ

রাফিয়া চৌধুরী

  ১৫ মার্চ ২০১৯, ২১:৩৯

মিরপুরের কালশি বস্তিতে শিশুদের সারিবদ্ধ লাইন। কোনও সোরগোল নেই। তবে আনন্দ উচ্ছ্বাস আছে। তাদের মধ্যে কি যেন এক অজানা খুশির ঝিলিক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাস্তার বিপরীত পাশে দুটি রিকশা এসে থামলো। তখন সবার এক যোগে চিৎকার ‘ঐ যে আইছে খাবার নিয়া।’

রাজধানীর কয়েকটি স্থানে এইরকম অবহেলিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার আরেক নাম স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’। সংগঠনটির মূলমন্ত্র পড়ব, খেলব, শিখব। এই সংগঠন সপ্তাহে দুদিন করে রাজধানীর বিভিন্ন এলাকার পথশিশুদের ‘এক টাকায় আহার’ দেয়। শনি ও মঙ্গলবার রায়েরবাজার। রোববার ও বৃহস্পতিবার এয়ারপোর্ট রোড। সোমবার ও শুক্রবার মিরপুরের কালশি এবং বুধবার চিড়িয়াখানা এলাকায়। ২০১৬ সাল থেকে তারা এই কার্যক্রম চালিয়ে আসছে।

‘আমি রাস্তায় ফুল-তুল বেচি, ক্ষিধা লাগলে এহানে দৌড়াইয়া আসি। সপ্তাহে দুদিন পেট ঠাণ্ডা থাকে। এক টাকায় খাবার পেয়ে দুদিন নিশ্চিন্ত থাকি।’

এক টাকায় মোরগ পোলাও পেয়ে একটু খুশিতে গদগদ হয়েই শুক্রবার দুপুরে কালশি বস্তিতে এ প্রতিবেদককে কথাগুলো বলছিলেন খুশি। ছয় বছর বয়সী খুশি ফুল বিক্রি করে। বাবা মায়ের সঙ্গে কালশী বস্তিতে থাকে।