• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় বিমান বাংলাদেশ

দুই তারকা অর্জনই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশ বিমানের

জুলহাস কবীর, আরটিভি

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০

বিশ্বের নিরাপদ বিমান সংস্থার তালিকায় স্থান পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী নিরাপত্তা, সেবা ও বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। পাঁচতারকা পাওয়ার পর বাকি দুই তারকা অর্জনই এখন বিমানের বড় চ্যালেঞ্জ।

লাল সবুজের পতাকাবাহী একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন বিশ্বের অন্যতম নিরাপদ এয়ারলাইন্স। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এয়ারলাইন রেটিংস ডটকমের করা তালিকায়, যাত্রীদের নিরাপত্তা দেয়ার দিক দিয়ে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পেয়েছে বিমান।

আইয়াটা অপারেশনাল সেফটি অডিট সনদপ্রাপ্ত হওয়ায় তিনটি, ইউরোপিয়ান ইউনিয়নের কালো তালিকাভুক্ত না হওয়ায় একটি ও গত ১০ বছরে দুর্ঘটনা এড়াতে সক্ষম হওয়ায় এবং কোনও আরোহীর মৃত্যু না হওয়ায় মোট পাঁচ তারকা পেয়েছে বিমান।

বিমান বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এমন অর্জন বিশ্ব বাজারে তাদের ব্যবসা প্রসারে বড় ভূমিকা রাখবে। এই সুযোগ কাজে লাগিয়ে বিমানের বদনাম ঘোচানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh