• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দখল-দূষণে হারিয়ে যেতে বসেছে রাজধানীর খালগুলো (ভিডিও)

শাকিবুর রহমান

  ২২ জুন ২০২২, ২২:১৪

টেকসই ব্যবস্থাপনা না থাকায় দখল আর দূষণে রাজধানীর খালগুলো হারিয়ে যেতে বসেছে। যার অন্যতম মান্ডা খাল। একসময় যে খালে নৌকা চলত, তা এখন নালায় পরিণত হয়েছে। নিয়মিত অভিযানেও সচল রাখা যাচ্ছে না খালটি।

জানা গেছে, রাজধানীর খালগুলো দখল আর দূষণমুক্ত করতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগই কাজে আছে না। তাই তো প্রায় ৭ কিলোটিমার দীর্ঘ আর ৩০ থেকে ৮০ ফুট প্রস্থের মান্ডা খাল এখন প্রায় মৃত। যে খালে একসময়ে বড় বড় ট্রলার চলত, ধরা হতো মাছ, সেই খাল এখন নালায় পরিণত। একাধিকবার অভিযান চালানো হলেও, ময়লা-আবর্জনা, কচুরিপানা আর আগাছার জঙ্গলে পরিণত হয়েছে খালটি।

স্থানীয়রা জানান, এলাকায় বসতি বাড়ার সঙ্গে সঙ্গে দখল হয়ে গেছে খালের জমি। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে। আবর্জনা জমে খাল প্রায় ভরাট হওয়ার উপক্রম। মশা আর পচা পানির গন্ধে তো আছেই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭২নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম বলেন, পরিষ্কার করা হলেও খালের শাপলা ব্রিজের নিচে অন্য এলাকার আবর্জনা এসে জমছে। বিশেষ করে, তিনটি ওয়ার্ডের (মানিকনগর, মুগদা এবং মান্ডা) ময়লা ও বিভিন্ন বাজারের ময়লা এই খালে এসে জমছে।

তিনি বলেন, মেয়রের নির্দেশে খাল দখলমুক্ত করা হয়েছে। খালের ওপর যেসব ব্রিজ ও বাড়ির অংশ ছিল সেগুলো অপসারণ করা হয়েছে।

এদিকে খালগুলো দখল ও পরিষ্কার করার ঠিক এক মাস পর আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এর স্থায়ী সমাধান চান নগরবাসী।

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)
খতনা যেন আতঙ্কের নাম (ভিডিও)
X
Fresh